বিলাসী গল্পের MCQ
বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর
১. 'পঞ্চমুখী' শব্দটা 'বিলাসী' গল্পের কি অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রশংসা অর্থে (খ) পাঁচ মুখে যে কথা বলে
(গ) পাঁচ মুখের সমাহার (ঘ) পঞ্চমুখী কীর্তন
উত্তরঃ ক. প্রশংসা অর্থে।
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) পাবনা (খ) হুগলি (গ) চব্বিশ পরগনা (ঘ) ফেনী
উত্তরঃ খ. হুগলি
নিচের কবিতা অংশটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও।
বস্তুত শিব মন্দিরের প্রতিষ্ঠাতা পলাশ ঠাকুর। এর ছাত্ররা পথা, বিধান ও সংস্কারের দাস। পাশের গ্রামের নিচু জাতের মানুষের সঙ্গে মেলামেশা করার জন্য তিনি এখন বস্তুল শিব মন্দিরে থাকবেন না।
৩. পলাশ ঠাকুরের মতে নিচের কোন চরিত্রটি একই পরিস্থিতির শিকার?
(ক) মৃত্যুঞ্জয় (খ) খুড়ো (গ) ন্যাড়া (ঘ) বিলাশী
উত্তরঃ ক. মৃত্যুঞ্জয়
৪. কামস্কাটকায় কতটি জীবন্ত অগ্নিগিরি আছে?
(ক) পনোরোটি (খ) সতেরোটি (গ) বিশটি (ঘ) চব্বিশটি
উওরঃ খ. সতেরোটি।
৫. মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতেন?
(ক) খুড়া (খ) ন্যাড়া (গ) সাপুড়ে (ঘ) ভূদেববাবু
উত্তরঃ ক. খুড়া।
৬. 'বিলাসী' গল্পে গ্রামের ছেলেদের স্কুল যেতে হয়-
¡. দুই কোশ পথ পায়ে হেঁটে
¡¡. বর্ষার দিনে এক হাটু কাদা ভেঙ্গে
¡¡¡. গ্রীষ্মের দিনে ধুলোর সাগর সাঁতরে
নিচের কোনটি সঠিক ?
(ক) ¡ ও ¡¡ (খ) ¡¡ ও ¡¡¡ (গ) ¡ ও ¡¡¡ (ঘ) ¡ ও ¡¡ ও ¡¡¡
উত্তরঃ ঘ. ¡ ও ¡¡ ও ¡¡¡
৭. যিনি মৃত্যুকে জয় করে' তাকে কি বলা হয়?
(ক) মৃত্যুজয়ী (খ) মৃত্যুজয় (গ) মৃত্যুঞ্জয়ী (ঘ) মৃত্যুঞ্জয়
উত্তরঃ ঘ. মৃত্যুঞ্জয়।
৮. কামস্কাটকা কী?
(ক) দ্বীপ (খ) উপদ্বীপ (গ) পাহাড় (ঘ) সমুদ্র বন্দর
উত্তরঃ খ. উপদ্বীপ।
৯. সাপ ধরার বিদ্যা ন্যাড়াকে শিখাতে বিলাসীর আপত্তি ছিল কারন-
¡. বিলাসীর অপছন্দের
¡¡. শক্ত ও ভীতিকর
¡¡¡. প্রতারণামূলক
নিচের কোনটি সঠিক ?
(ক) ¡ ও ¡¡ (খ) ¡¡ ও ¡¡¡ (গ) ¡ ও ¡¡¡ (ঘ) ¡ ও ¡¡ ও ¡¡¡
উওরঃ ক. ¡ ও ¡¡
বিলাসী গল্পের mcq pdf download
নিচের উদাহরণ টি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
সুবল কুলীন ঘরের সন্তান। সে ভালোবেসে বিয়ে করেছে মুচির মেয়ে বসন্তিকে। সমাজ এ ভালোবাসার মূল্য দেয়নি, ঘর ছাড়া করেছে সুবলকে। গ্রামবাসী মিলে হেনস্তা করেছে, কারন সে নিচু জাতের মেয়ে। গ্রামবাসীর নেতৃত্বে ছিল সুবলের এক আত্মীয়।
১০. উদ্দীপকটি সমর্থন করে 'বিলাসী' গল্পটি-
¡. বিশ শতকের মানচিত্র
¡¡. রক্ষণশীল মুসলমান সমাজের চিত্র
¡¡¡. রক্ষণশীল হিন্দু সমাজের চিত্র
নিচের কোনটি সঠিক ?
(ক) ¡ ও ¡¡ (খ) ¡¡ ও ¡¡¡ (গ) ¡ ও ¡¡¡ (ঘ) ¡ ও ¡¡ ও ¡¡¡
উত্তরঃ গ. ¡ ও ¡¡¡
১১. সুবলের আত্মীয় 'বিলাসী' গল্পে কোন চরিত্রে সমর্থন করে?
(ক) জ্ঞাতি খুড়া (খ) ন্যাড়া (গ) মৃত্যুঞ্জয় (ঘ) হুমায়ুন
উত্তরঃ ক. জ্ঞাতি খুড়া।
১২. 'বিলাসী' গল্পে 'ফলাহার' শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
(ক) ফলের আহার (খ) জলযোগ (গ) ক্রিয়াযোগ (ঘ) ফল আহারী
উত্তরঃ খ. জলযোগ।
১৩. 'বিলাসী' গল্পে লেখক প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে এসে ভাবতেন
¡. বিদ্যা এক অমূল্য ধন
¡¡. মাস্টারকে ঠ্যাঙানো উচিত
¡¡¡. অমন বিশ্রী স্কুল ছেড়ে দেওয়া উচিত
নিচের কোনটি সঠিক?
(ক) ¡ ও ¡¡ (খ) ¡¡ ও ¡¡¡ (গ) ¡ ও ¡¡¡ (ঘ) ¡ ও ¡¡ ও ¡¡¡
উত্তরঃ খ. ¡¡ ও ¡¡¡
১৪. 'ধুচুনি' অর্থ কি?
(ক) বাঁশের ঝুড়ি (খ) শামলা (গ) ধুতুরা ফুল (ঘ) বেলুন
উত্তরঃ ক. বাঁশের ঝুড়ি।
১৫. কামাখ্যা কি?
(ক) পর্বত (খ) তীর্থস্থান (গ) স্নানাগার (ঘ) সুমদ্র
উত্তরঃ খ. তীর্থস্থান।
১৬. 'বিলাসী' গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
(ক) বিলাসী (খ) মৃত্যুঞ্জয় (গ) ন্যাড়া (ঘ) খুড়া
উত্তরঃ ক. বিলাসী।
১৭. 'বিলাসী' গল্পটি 'ভারতী' পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশ হয়েছে?
(ক) ফাল্গুন (খ) পৌষ (গ) বৈশাখ (ঘ) শ্রাবণ
উত্তরঃ গ. বৈশাখ।
১৮. 'বিলাসী' গল্পটি 'ভারতী' পত্রিকায় কত বঙ্গাব্দ প্রকাশ করা হয়েছিল?
(ক) ১২২৫ (খ) ১৩২৯ (গ) ১৩২৫ (ঘ) ১৩৪০
উত্তরঃ গ. ১৩২৫
১৯. 'বিলাসী' গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে?
(ক) ন্যাড়ার (খ) মৃত্যুঞ্জয়ের (গ) বিলাসীর (ঘ) খুড়ার
উত্তরঃ ক. ন্যাড়ার।
২০. ন্যাড়া চরিত্রে কার ছোটবেলার ছায়াপাত ঘটেছে?
(ক) সাপুড়ের (খ) শরৎচন্দ্রের (গ) খুড়ার (ঘ) মৃত্যুঞ্জয়ের
উত্তরঃ খ. শরৎচন্দ্রের।
বিলাসী গল্পের mcq ২০২৪
(ক) মুসলমান সমাজের কথা (খ) রক্ষণশীল হিন্দু সমাজের কথা (গ) পোঁড়া পন্থী মুসলমান সমাজের কথা (ঘ) খ্রিস্টান সমাজের কথা
উত্তরঃ খ. রক্ষণশীল হিন্দু সমাজের কথা।
২২. বিলাসীর আত্মহত্যার কারন-
¡. স্বামীর শোক
¡¡. ভালোবাসাকে জীবন্ত রাখা
¡¡¡. নিষ্ঠুর সমাজব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
(ক) ¡ ও ¡¡ (খ) ¡¡ ও ¡¡¡ (গ) ¡ ও ¡¡¡ (ঘ) ¡ ও ¡¡ ও ¡¡¡
উত্তরঃ গ. ¡ ও ¡¡¡
২৩. 'বিলাসী' গল্পের সমাজব্যবস্থায় কোন বিষয়টি ফুটে উঠেছে?
(ক) পরোপকারী সমাজচিত্র (খ) নিষ্ঠুর সমাজচিত্র
(গ) অসম্প্রদায়িক সমাজচিত্র (ঘ) কৃতজ্ঞ সমাজচিত্র
উত্তরঃ খ. নিষ্ঠুর সমাজচিত্র।
২৪. 'এন্ট্রান্স' কোন পরীক্ষার সমতুল্য?
(ক) মাধ্যমিক (খ) উচ্চ মাধ্যমিক (গ) বিএ (ঘ) এমএ
উত্তরঃ ক. মাধ্যমিক।
২৫. তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটা ও তুচ্ছ নয়। সে সম্পদও অকিঞ্চিৎকর নয়। উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত?
(ক) হৈমন্তী (খ) কমলাকান্তের জবানবন্দি (গ) বিলাসী (ঘ) একটি তুলসি গাছের কাহিনি
উত্তরঃ গ. বিলাসী।
২৬. বিলাসী গল্পে কোন সময়ের সমাজব্যবস্থা চিএিত হয়েছে?
(ক) বিশ শতকের (খ) আঠারো শতকের (গ) উনিশ শতকের (ঘ) মোগল আমলের
উত্তরঃ গ. উনিশ শতকের।
২৭. বিলাসীর আত্মাহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইলে'- তাদের মনোভাব কেমন?
(ক) রক্ষণশীল (খ) স্বার্থপরতা (গ) সংকীর্ণমনা (ঘ) অমানবিক
উত্তরঃ ক. রক্ষণশীল।
২৮. মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ত্যাগ স্বীকার সমাজের দৃষ্টিতে কীভাবে মূল্যায়িত হয়েছে?
(ক) সমাজ তাকে গ্রামছাড়া করেছে
(খ) সমাজ তার বিয়ে মেনে নিয়েছে
(গ) সমাজে সে প্রশংসিত হয়েছে
(ঘ) সমাজ তাকে ঘৃণার চোখে দেখেছে
উত্তরঃ ক. সমাজ তাকে গ্রামছাড়া করেছে।
২৯. 'ওরে বাপরে। আমি একলা থাকতে পারব না'। এ উক্তিটির প্রেক্ষপট কী প্রমাণ দেয়?
(ক) আত্মাপ্রেম (খ) মানবপ্রেম (গ) অতিভক্তি (ঘ) জাত্যডিমান
উত্তরঃ ক. আত্মাপ্রেম।
৩০. 'বিলাসী' গল্পে অন্নপাপের জন্য কাকে দায়ী করা হয়েছে?
(ক) ন্যাড়াকে (খ) মৃত্যুঞ্জয়কে (গ) বিলাসীকে (ঘ) খুড়াকে
উত্তরঃ খ. মৃত্যুঞ্জয়কে।
৩১. মা-বাবার দেওয়া মৃত্যুঞ্জয় নাম কখন মিথ্যা প্রতিপন্ন হয়েছিল?
(ক) মৃত্যুঞ্জয়ের ধর্মান্তরের (খ) মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে (গ) মৃত্যুঞ্জয় কর্মকাণ্ডে (ঘ) বিলাসের মৃত্যুতে
উত্তরঃ খ. মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে।
৩২. বিলাসী লোক ঠকানো অপছন্দ করত না কারন-
¡. তাদের ঘরে পর্যাপ্ত খাবার ছিল
¡¡. এই পেশাটা ছিল ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ
¡¡¡. তার ছিল সৎভাবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
(ক) ¡ (খ) ¡ ও ¡¡¡ (গ) ¡¡¡ (ঘ) ¡¡ ও ¡¡¡
উত্তরঃ গ. ¡¡¡
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ প্রশ্নের উত্তর দাওঃ
মিম ও মানিক একে অপরকে খুব ভালোবাসে। মিম বড় লোকের মেয়ে আর মানিক গরিব। মিমের বাবার লোকজন মানিককে মেরে তাড়িয়ে দেয়।
৩৩. উদ্দীপকে উল্লেখিত মিম ও মানিকের ভালোবাসার মধ্যে বাধা কী?
(ক) জাতিভেদ (খ) শ্রেণিভেদ (গ) গোত্রভেদ (ঘ) ক্ষমতাভেদ
উত্তরঃ খ. শ্রেণিভেদ।
৩৪. উদ্দীপকে মিম 'বিলাসী' গল্পের কার প্রতিচ্ছবি?
(ক) বিলাসীর (খ) ন্যাড়ার (গ) সাপুড়ের (ঘ) বধুর
উত্তরঃ ক. বিলাসীর।
৩৫. 'সবাই করে, এতে দোষ কি? 'বিলাসী' কোন দোষের কথা বলা হয়েছে?
(ক) অসম বর্ণের বৈবাহিক সম্পর্ক (খ) অন্নপাপ
(গ) সাপ ধরা ও খেলা দেখানো (ঘ) শিকড় বিক্রি ব্যবসা
উত্তরঃ ঘ. শিকড় বিক্রি ব্যবসা।
বিলাসী গল্পের mcq test
৩৬. 'বিলাসী' গল্পের সঙ্গে 'হৈমন্তী' গল্পের সদৃশ্য কিসে?
(ক) চরিত্রে (খ) সংঘাতে (গ) নামকরণে (ঘ) বিষয়বস্তুতে
উত্তরঃ গ. নামকরণে।
৩৭. নালতের মিত্তির বলে খুড়ার সমাজে মুখ বের করার জো রইল না কেন?
(ক) মৃত্যুঞ্জয় সাপুড়ে হয়েছে বলে
(খ) মৃত্যুঞ্জয় বিলাসীকে নিকা করেছে বলে
(গ) মৃত্তিকা পরীক্ষায় ফেল করত বলে
(ঘ) মৃত্যুঞ্জয় অন্নপাপ হয়েছে বলে
উত্তরঃ ঘ. মৃত্যুঞ্জয় অন্নপাপ হয়েছে বলে।
৩৮. সে কত বড় সাহসের 'কাজ'- সাহসের কাজটি কি?
(ক) সাপ ধরা (খ) সাপের বিষ দাঁত ভাঙ্গা (গ) সমাজের বিরোধী প্রতিবাদ করা (ঘ) সাপুড়ের মেয়ে হয়ে মৃত্যুঞ্জয়কে ভালোবাসা
উত্তরঃ ঘ. সাপুড়ের মেয়ে হয়ে মৃত্যুঞ্জয়কে ভালোবাসা।
৩৯. 'সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য'- কে?
(ক) ন্যাড়া (খ) মৃত্যুঞ্জয় (গ) বিলাসী (ঘ) খুড়া
উত্তরঃ খ. মৃত্যুঞ্জয়।
৪০. 'অনেকদিন মৃত্যুঞ্জয় দেখা নেই।'- কেন?
(ক) গ্রাম ত্যাগ করেছে (খ) অসুস্থ হয়ে মৃত্যু প্রায়
(গ) আত্মগোপন করেছে (ঘ) কেউ খোঁজ নেয়নি বলে
উত্তরঃ খ. অসুস্থ হয়ে মৃত্যু প্রায়।
নোটিশঃ- বিলাসী গল্পের MCQ-বহুনির্বাচনী প্রশ্ন গুলো পড়ার জন্য ধন্যবাদ। আমরা সব সময় আপনাদের মন মতো বিষয়ের ওপর লিখে থাকি৷ যদি আপনাদের ভালো লাগে তাহলে মতামত জানিয়ে জান। আর আমাদের এরকম বিষয় পেতে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো ঘুরে দেখে আসুন আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটা পড়ার জন্য।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url